বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে ২২৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। সড়ক দুর্ঘটনা মামলার আসামিকে গ্রেফতার করেছে দশ মাইল হাইওয়ে থানা। পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ পয়দা হবে না; জবাবদিহীতা মূলক সরকার কায়েম হবে -পীর সাহেব চরমোনাই দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন সহ ৪২ প্রতিষ্ঠানের কর্ণধার, মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিটফোর্ডের সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার। আশুলিয়ায় ১২ বছরের শিশু জীবনকে অপহরণ করে গলা কেটে হত্যা, ঘাতক রব্বানী গ্রেপ্তার। সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের ৪ টি হত্যা ও ৫ টি হত্যার চেষ্টা সহ বিস্ফোরক মামলার আলোচিত আসামী এল এক্স খোকন গ্রেফতার। আশুলিয়ায় ৭ লিটার ৫০০ মি.লি. দেশীয় মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আশুলিয়ায় ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আশুলিয়ায় ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৪ মামলার আসামি, চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি ‘ট্যারা সোহেল’ সহ তিন পেশাদার ছিনতাইকারীকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

Coder Boss
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮৭k Time View  
  •                                      
                                   
                               

 

ঢাকা জেলা প্রতিনিধি:

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ১৪ মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার ছিনতাইকারী মোঃ সোহেল ওরফে ট্যারা সোহেল (৩০) কে দুই সহযোগী সহ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত অপর দুই সহযোগী হলো- ১০ মামলার আসামি মোঃ আক্তার হোসেন (২৭) ও দুই মামলার আসামি মোঃ রনি মিয়া (২৬)।

বুধবার (৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় তেজগাঁও ধানাধীন কারওয়ান বাজার পার্কের ভিতর পশ্চিম পাশে ওয়্যারহাউজের পিছনের গলি হতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি ধারালো চাকু, একটি সুইচ গিয়ার, তিনটি ছুরি ও দুটি লোহার রড উদ্ধার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, তেজগাঁও থানার একটি টহল টিম ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী গ্রেফতার ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় দুষ্কৃতকারী ওয়্যারহাউজের পিছনের গলিতে ডাকাতি সংঘটনের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি রাত ১১:১০ ঘটিকায় সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সোহেল, আক্তার ও রনিকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের সঙ্গে থাকা ৮/৯ জন পালিয়ে যায়। এ সময় তাদের হেফাজত হতে দুটি ধারালো চাকু, একটি সুইচ গিয়ার, তিনটি ছুরি ও দুটি লোহার রড উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সোহেল, আক্তার ও রনি পেশাদার মাদক কারবারি ও সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট সহ আশেপাশের এলাকায় ছিনতাই করতো ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিলো। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও, শাহবাগ ও জামালপুরের বকশিগঞ্জ থানায় ছিনতাই ও মাদকের ১৪টি মামলা ও দুটি জিডি রয়েছে। তার সহযোগী আক্তারের বিরুদ্ধে হাতিরঝিল ও তেজগাঁও থানায় ছিনতাই ও মাদকের ১০টি এবং রনির বিরুদ্ধে শেরেবাংলা নগর ও কলাবাগান থানায় চুরি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102