মোঃ আমিনুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি:
গত ১৫/১০/২০২৪ খ্রি. সকাল আনু: ০৯:০০ ঘটিকায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৪নং চতরা ইউপি’র বড় ভগবানপুর গ্রামের বাসিন্দা শ্রী মনোরঞ্জন বর্মন (বনমালী)(৪৫) তার দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রী শ্রীমতি পারুল রানী (৩২) কে নিজ বাড়িতে রেখে শারীরিক অসুস্থ অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসারত মেয়ে শ্রীমতি দিপা রানী’কে দেখতে যান। এমতাবস্থায় বাড়িতে তার স্ত্রী একলা থাকায় প্রতিবেশী নাতি শ্রী মতিন চন্দ্র বর্মন (৪০), পিতা- শ্রী যতিন চন্দ্র বর্মন যৌন লালসা চরিতার্থ করার প্রয়াসে উক্ত বাড়িতে কৌশলে প্রবেশ করে পারুল রানীকে উক্ত বাড়ির উত্তর দুয়ারী ঘরে জোরপূর্বক প্রবেশ করিয়ে ধর্ষণের চেষ্টা করে। পারুল রানী নিজেকে রক্ষার জন্য ধস্তাধস্তি ও ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্ত শ্রী মতিন চন্দ্র বর্মন দৌড়ে পালিয়ে যায়। সাক্ষীগণ ঘটনাস্থলে এসে ভিকটিম পারুল রানীকে উদ্ধার করে ঘটনার বিষয়ে শোনেন ও মনোরঞ্জন বর্মন বনমালীকে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে অবহিত করেন। মনোরঞ্জন বর্মন বনমালী হাসপাতাল থেকে বাড়িতে ফিরে স্ত্রী ও সাক্ষীদের নিকট ঘটনার বিষয়ে বিস্তারিত জেনে ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করে পরবর্তীতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। যা পীরগঞ্জ থানার মামলা নং-২১, তারিখ-২১/১০/২০২৪ খ্রি. ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর
৯ (৪)(খ)। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই/ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় অফিসার ফোর্স সহ ভিকটিমের সুরক্ষা নিশ্চিতকরনে যাবতীয় আইনী পদক্ষেপ গ্রহন করেন। ভিকটিম পারুল রানী গত ১৮/১১/২০২৪ খ্রি. বিজ্ঞ আদালতে না: শি: নি: দমন আইনের ২২ ধারায় জবানবন্দী প্রদান করেন। এজাহারনামীয় আসামী মতিন চন্দ্র বর্মন’কে গ্রেফতার করার জন্য তদন্তকারী কর্মকর্তা অভিযান পরিচালনা করেন এবং আসামী পলাতক থাকায় অভিযান অব্যাহত রাখেন। এমতাবস্থায় বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ২২/০৩/২০২৫ খ্রি. র্যাব-১১ টিমের সহায়তায় মুন্সিগঞ্জের এক ইটভাটা থেকে পলাতক আসামী মতিন চন্দ্র বর্মন’কে গ্রেফতার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত আসামীকে স্কট করে পীরগঞ্জ থানায় নিয়ে আসার প্রক্রিয়া অব্যাহত আছে। সুষ্ঠ ও ন্যায় বিচারের স্বার্থে আসামীকে মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ শেষে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং মামলাটি তদন্ত শেষে অনতিবিলম্ব অভিযোগ পত্র দাখিল করা হবে।