মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের সকল সম্পত্তি বৈধ কমিটির কাছে বুঝিয়ে দিতে সংবাদ সম্মেলন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি নৌবাহিনীর পৃথক দুটি অভিযানে কুতুবদিয়া ও সন্দ্বীপে সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার। সাভারে পিস্তল ও ৭ রাউন্ড গুলি সহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার। আশুলিয়ায় ১০ গ্রাম হেরোইন সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। অজ্ঞাত তরুণী হত্যাকাণ্ডে রহস্য উদঘাটনসহ ১৬ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ মনিপুরে চাঁদাবাজির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাদক মামলার ০৬টি জিআর পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার আশুলিয়ায় সাব রেজিষ্ট্রারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

স্ত্রী’কে হত‍্যা করে স্বামী হাকিম মোল্লা নাটক বানানোর চেষ্টা 

Coder Boss
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১১৭k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ সুমন ভূঁইয়া, ঢাকা থেকে:

চাঁদপুরের মতলব উওর উপজেলার ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ ঠেটালিয়া গ্রামের মোল্লা বাড়ির গৃহবধূকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে নাটক করে স্বামী। সরজমির রিপোর্টে জানা যায় দক্ষিণ ঠেটালিয়া মরহুম সামছুলহক মোল্লার ছেলে মোঃ আব্দুল হাকিম মোল্লা (৩৮) বিগত ৫/৬ মাস পৃবে একই ইউনিয়নের ৫ মং ওয়াডের ডাকুর কান্দি গ্রাম ভূঁইয়া বাড়ির মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ার এক মাএ কন্যা রুনা আক্তার(২১) এর সাথে বিয়ে হয়। গত কাল ৩১ মাচ ২০২৫ রোজ সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবার আগে রুনার স্বামী মোঃ আব্দুল হাকিম মোল্লা স্ত্রী রুনাকে মেরে সিলিং ফেনের সাথে ঝুলিয়ে রাখে নামাজের উদ্দেশে রওনা দেন। নামাজ পড়ে এসে আবদুল হাকিম মোল্লা অভিনয় করে দেখেন ঘড়ের দরজা বন্ধ এতে করে আসে পাসের লোকের সাহায্য নেন এবং ঘরের ভেলকি ভেঙ্গে দেখেন রুনা সিলিং ফেনের সাথে ওরনা পেছিয়ে ঝুলে আছে। এ ঘটনা মানুষর ঢল নেমে আসে।এই সব কিছু ছিল রুনার স্বামীর সাজানো নাটক। কে বা কারা ৯৯৯ নাম্বারে ফোন করেন, খবর পেয়ে মতলব উওর থানা পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল ও এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে এসে লাসের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাস চাঁদপুর মগে প্রেরন করেন।এদিকে এলাকাবাসি এটাকে অস্বাবিক মৃত্যু করা হয়েছে বলে জানান। ফাঁস দেওয়ার যে আলামত থাকে তা কিন্তু একেবারে নজরে আসে নাই। ফাঁস দিলে মৃত ব্যাক্তির জিব্বা এবং সাদা লালা বের হবে কিন্তু পুলিশ এবং এলাকাবাসী এটা দেখতে পাননি। এবং রুনা যে টেবিলে দাঁড়িয়ে ফাঁস দিয়েছে সেটার হাইট এবং রুনার হাইট হিসেব করে সিলিং ফেনের উপরে রুনার হাইট চলে এবং রান্নাবান্না করার জন্য সব রেডি করছিলেন যার কারনে এলাকাবাসী এটাকে আত্মাহত্যা বলতে পারছে না এলাকাবাসী এবং রুনার বড় ভাই বলছে মেরে তারপর সিলিং ফেনের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে হত্যা না আত্মাহত্যা এটি পোস্টমর্টেম রিপোর্ট আসলেই জানা যাবে। অপর দিকে মৃতের আও্বীয় স্বজন ও মৃতের বড় ভাই মো শরীফুল ইসলাম বলেন, আত্মাহত্যা নয় এটি একটি হত্যাকান্ড,তিনি জানান রুনার স্বামী হাকিম মোল্লা তার বোনকে মেরে ফেলে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখছে। তিনি হত্যা মামলা দায়ের করেছে আব্দুল হাকিম মোল্লা নামে।মৃতের স্বামী হাকিম মোল্লা পরে গাঢাকা দিয়েছে পলাতক।এটি নিয়ে এলাকায় কানাঘুষা চলছে।হাকিম মোল্লা গাঢাকা দেওয়ার পর মানুষ বিশ্বাস করতে পারছে না এটি আত্মাহত্যা।তবে এলাকাবাসী এবং রুনার বড় ভাই যারা ছিল সবাই বলছে ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আজমল চৌধুরী জরিত।আব্দুল হাকিম মোল্লা পালিয়ে যেতে সাহায্য করেছে চেয়ারম্যান আজমল চৌধুরী।
তবে আইনের চোখে ফাকি দেওয়া সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102