রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বান্দরবানে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ সর্বনাশা মাদক নেশায় তরুণ ও যুব সমাজ নিয়ন্ত্রণহীন বিব্রতকর পরিস্থিতিতে দেশ স্বামীকে বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী, সুস্থ হয়ে ‘পরকীয়া’ বান্ধবীর সঙ্গে সংসার করছে স্বামী।  সাভারে চাঞ্চল্যকর ও আলোচিত হত্যাকান্ডের প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। আশুলিয়ার কাঠালতলায় নতুন রাস্তা উদ্বোধন, স্বস্তিতে এলাকাবাসী। কেরানীগঞ্জ থানাধীন ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০২ জন। বিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স ২০২৫ এর শুভ উদ্বোধন। আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গুড্ডু আরিফ কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ চাঁদপুর হাজীগঞ্জে আজাদ হত্যা মামলার প্রধান আসামী মিঠু কাজী গ্রেফতার

অভিনব কায়দায় প্রতারণা : মা ও মেয়ে গ্রেফতার।

Coder Boss
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৭২k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নিউমাকের্ট এলাকায় অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে ২০ লক্ষ টাকা দাবির অভিযোগে প্রতারক মা ও মেয়ে দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউ মার্কেট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। বিথী হাওয়া ওরফে বিবী হাওয়া (৩৮) ও ২। সুরভী সুলতানা (২০)।

সোমবার (৭ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় নিউ মাকের্ট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

নিউমাকের্ট থানা সূত্রে জানা যায়, প্রতারণার আশ্রয় নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে চাঁদা দাবীর অভিযোগে নিউমার্কেট থানায় ৭ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়,মামলার বাদী সৈকত আলীর নিউমার্কেট থানাধীন মিনিতা প্লাজা নামক শপিং সেন্টারে একটি ঘড়ির দোকান রয়েছে। গ্রেফতারকৃত বিথী ও সুরুভী সম্পর্কে মা ও মেয়ে। তারা গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. বিকেলে সৈকতের দোকানে ঘড়ি ক্রয় করতে আসলে তাদের সাথে সৈকতের স্ত্রীর পরিচয় হয় ও সৈকতের স্ত্রীকে নিজের মেয়ে বলে সম্বোধন করে। পরবর্তীতে মোবাইল ফোনে তারা যোগাযোগ স্থাপন করে। গত ২০ মার্চ ২০২৫ খ্রি. সৈকতের দোকানে বিথী আসে এবং তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তাই তার মেয়ে সুরভীকে সেলসম্যান হিসেবে তার দোকানে কাজে নেওয়ার প্রস্তাব দেয়। সৈকত সরল বিশ্বাসে সুরভীকে কাজে নেয়। কিন্ত সুরভীর আচরণ সন্দেহ জনক হওয়ার সৈকত তাকে দোকানে আসতে নিষেধ করে। গত ২২ মার্চ ২০২৫ খ্রি. তারিখে নিষেধ করার পরও সুরভী দোকানে আসে এবং অসুস্থতার কথা বলে কিছু সময় পর চলে যেতে চাইলে বিকেল ৫:০০ ঘটিকায় সৈকত সুরভীকে বাসে তুলে দেন। ওই দিন রাত অনুমানিক ০৮.০০ ঘটিকায় বিথী মোবাইল ফোনে সৈকতকে জানায় তার মেয়ে সুরভী এখনও বাসায় পৌঁছেনি এবং তার সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এর কিছু সময় পর বিথী মোবাইল ফোনে তাকে জানায় তার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করছে। যেহেতু সুরভী তার দোকানে কাজ করতে গিয়ে হারিয়েছে তাই তার মেয়েকে উক্ত মুক্তিপণের টাকা দিয়ে উদ্ধার করে তাকে বুঝিয়ে দিতে হবে। পরবর্তীতে দুপুর আনুমানিক ১২:৪০ ঘটিকার দিকে সুরুভী সৈকত ও তার স্ত্রীকে জানায় সে কৌশলে পালিয়ে এসেছে। এসময় অপরিচিত ফোন থেকে কল করে সৈকতের স্ত্রীকে জানানো হয় সুরভীর মাকে অপহরণকারীরা আটক করে রেখেছে এবং সে যদি আসে তাহলে তাকে নিয়ে সুরভীর মাকে উদ্ধার করা যাবে। সৈকতের স্ত্রী ঘটনাস্থলে যেতে না চাইলে তাকে ফোন করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করা হয় ও ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। তাছাড়া টাকা না দিলে সৈকতের ব্যবসার ক্ষতি হবে বলে হুমকি প্রদান করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পর থানার একটি চৌকস টিম দ্রুত তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান সনাক্ত করে এবং নিউমাকের্ট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করে বিথী হাওয়া ওরফে বিবী হাওয়া ও সুরভী সুলতানাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের নিউমাকের্ট থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রটির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102