তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ রিপন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে তার নিজ বাড়ি উপজেলার শাহপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রিপন মিয়া উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদের নৌকার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রিপন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়ন কক্ষের ভিতরে তল্লাশী চালিয়ে ১টি চাইনিজ পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তল এ্যামোঃ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় তিতাস থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।