চীফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের ২৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ আরিফ মিয়া (৩৪) ও ২। মোঃ রাশেদুল ইসলাম ওরফে রাজু (২৪)।
মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে মিরপুর বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ চৌরাস্তা এলাকার পুলিশ কোয়ার্টারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে মাদক কারবারি আরিফ ও রাশেদুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানী যাত্রাবাড়ী সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।