মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের সকল সম্পত্তি বৈধ কমিটির কাছে বুঝিয়ে দিতে সংবাদ সম্মেলন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি নৌবাহিনীর পৃথক দুটি অভিযানে কুতুবদিয়া ও সন্দ্বীপে সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার। সাভারে পিস্তল ও ৭ রাউন্ড গুলি সহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার। আশুলিয়ায় ১০ গ্রাম হেরোইন সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। অজ্ঞাত তরুণী হত্যাকাণ্ডে রহস্য উদঘাটনসহ ১৬ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ মনিপুরে চাঁদাবাজির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাদক মামলার ০৬টি জিআর পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার আশুলিয়ায় সাব রেজিষ্ট্রারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ধারালো বার্মিজ চাকু সহ ৩ তরুণ আটক

Coder Boss
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬৮k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ কবির হোসাইন পলাশ সিকদার, স্টাফ রিপোর্টার:

সাভারে মৌমিতা পরিবহনের একটি চলন্ত বাসে তল্লাশি চালিয়ে সুইচগিয়ার চাকুসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৌলাইল এলাকার মনির হোসেনের ছেলে তানভীর হোসেন তানিম (১৮), সাভারের আনন্দপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)। এদের মধ্য তানভীর হোসেন তানিমের কাছ থেকে একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়। পুলিশ হেফাজতে তারা সাংবাদিকদের কাছে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেন।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই রোধে চলমান চেকপোস্টের অংশ হিসেবে সাভারের ব্যাংকটাউন এলাকায় তল্লাশি অভিযান পরিচালিত হয়। এ সময় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ধারালো বার্মিজ চাকুসহ তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, চলমান চেকপোস্টের অংশ হিসেবে মহাসড়কে তল্লাশি চালানোর সময় তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, বেশ কয়েকদিন আগে সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত তিন মাসে এমন তিনটি ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষিতে পুলিশ চেকপোস্ট বসিয়ে বিশেষ করে লোকাল বাসগুলোতে তল্লাশি চালায়। আজ সন্ধ্যায় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশির সময় তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আগামীকাল (শুক্রবার) আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102