মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় কেসিনো জুয়া খেলে ৪১ হাজার টাকা দেনা হতাশাগ্রস্ত হয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা।

Coder Boss
                                             
  •   Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০১k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় রাব্বি (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তার লাশের পাশ থেকে একটি নীল রঙের ডায়েরি উদ্ধার করা হয়। আর তাতে লেখা ছিলো- ‘অনেক চেষ্টা করেছি কেসিনো থেকে বাচতে পারলাম না’ ‘কেসিনো জীবন শেষ কেসিনো ধ্বংস কেসিনো মৃত্যু তাই যুব সমাজ সাবধান’ আমার মোবাইল ছেলে কে দিবেন, বাবা আমি ৪১ হাজার টাকা দেনা আছি দিয়ে দিবেন।আমার লাশটি ফেলে দিবেন, বউ কে বলেছে তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার মাথা টাই খারাপ হয়ে গেলো তোমাকে বুজাইতে পারলাম না। আমি বললাম যে দেনা আছি ৪ মাসে পরিশোধ করে দিবো আমি আর কেসিনো খেলবো না আমাকে মাপ করে দাও তুমি বুজলে না এসমস্ত কথা সহ নানান ধরনের কথা লিখে গেছে।

রবিবার (১০ আগস্ট) গামছা দিয়ে গলায় ফাঁস দুপুরের দিকে
মারা যায়। বিকেল ৫টার দিকে পুর্ব নরসিংহপুর ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মানিকগঞ্জ পাড়া কবরস্থান রোড এলাকার স্হানীয় মিলন মৃধার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত রাব্বি (২৮) নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া এলাকার মোঃ ছবির আলীর ছেলে। সে তার স্ত্রীর সাথে ওই বাড়িতে বাড়া বাসায় থাকেন দীর্ঘ দিন যাবত।

বাড়ির ম্যানাজার মমিন মিয়া বলেন ছেলে হিসেবে খারাপ না তবে মাঝে মধ্যে মোবাইলে কি খেলে টাকা কামায় আবার দেনা হয় এই নিয়ে বউয়ের সাথে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতো। তবে আজকে কি হয়েছে জানিনা আমি বাসায় ছিলাম না আমি রিকশা চালায় তাই যাএী নিয়ে বাইপাইল গেছি দুপুরের দিকে ফোন করে বাসায় থেকে। রাব্বি ফাঁস দিয়ে মারা গেছে। ঔ খবর শুনে আমি বাসায় এসে দেখি এই অবস্থা পরে আমি বাড়ির মালিক কে অবগত করি।

পুলিশ জানায়, বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ডায়েরিতে জুয়ার সাথে জড়িত থাকার বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে। এছাড়াও স্থানীয়রা সহ পরিবারের স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়, সে জুয়া ও মাদকের সাথে জড়িত ছিল। এ কারণে সে ৪১ হাজার টাকা ঋণ হয়। তাই হয়তো হতাশা গ্রস্থ থেকে সে আত্মহত্যা করেছে।

স্হানীয় কিছু লোকজন অভিযোগ করে বলেন এই মোবাইলে কেসিনো জুয়া সহ আরও অনেক ধরনের জুয়া আছে যা খেলে যুব সমাজ ধংসের দিকে যাচ্ছে বিভিন্ন সময় আমরা টিভি তে দেখি পএিকায় দেখি অনেক যুবক মারা যাচ্ছে। সরকারের কাছে আমাদের চাওয়া এদিকে নজর দিয়ে এগুলো বন্ধ করে যুব সমাজ কে রক্ষা করুন।তাহলে হয়তো রাব্বির মতো আর কাউকে মরতে হবে না।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102