
গাজীপুর জেলা প্রতিনিধি:
অদ্য ১৩/০৮/২০২৫ খ্রিঃ তারিখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে গাজীপুরের কোনাবাড়ীতে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমী থেকে শিল্প শহর গাজীপুরকে শিল্প সমৃদ্ধ সবুজ শহরে রুপান্তরিত করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে ২৫,০০০ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান। কমিশনার তার বক্তব্যে বলেন , “গাছ শুধু আমাদের প্রকৃতির শোভা নয়, এটি আমাদের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। প্রতিটি গাছ মানে একটি জীবনের ছায়া, একটি শিশুর শ্বাস-প্রশ্বাস, একটি পাখির নিরাপদ আশ্রয়।
যখন জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে, তখন বৃক্ষরোপণ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি জাতীয় ও নৈতিক দায়িত্ব”
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) ,অতিরিক্ত জেলা প্রশাসক সহ , শিল্প উদ্যোক্তাগণ, শিক্ষাবিদ গণ ও অনান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।