নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ার জামগড়া বেরন এলাকায় লাব্বাইক সেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটির অনুমোদন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিটি আগামী ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক কমিটির সকল নেতা কর্মী ও সকল সদস্য বৃন্দ।
তারিখ :২৮/০৮/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার থেকে আগামী (৩)মাসের জন্য লাব্বাইক সেচ্ছাসেবক সংগঠন এর সকল সদস্যদের মতামতে নতুন কমিটি দেওয়া হলো :
১/সভাপতি : মোঃ সাব্বির মোল্লা ২/সহ সভাপতি :মো: জাহিদ ভূইয়া ৩/সাধারণ সম্পাদক : মো: তুষার ৪/যুগ্ন সাধারণ সম্পাদক : মো: রাকিব (কমান্ডার) ৫/সাংগঠনিক সম্পাদক : মো: মাসুদ ৬/প্রচার সম্পাদক : পল্লী চিকিৎসক : মোঃ শরিফুল ৭/সহ প্রচার সম্পাদক: মোঃ মারুফ ৮/কেশিয়ার : মোঃ রবিউল ৯/সাংস্কৃতিক বিষয় সম্পাদক : মোঃ শাকিল ১০/সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক: মোঃ তামিম মোল্লা ১১/দপ্তর সম্পাদক : পল্লী চিকিৎসক : মোঃ সুমন ১২/ক্রীয়া সম্পাদক : শ্রাবন ১৩/সহ ক্রীয়া সম্পাদক : দীপু খান।
সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি আগামী ৩ মাস অর্থাৎ ২৮/১১/২০২৫ ইং পর্যন্ত চলমান থাকবে।
লাব্বাইক স্বেচ্ছাসেবক সংগঠনের আগামী তিন মাসের জন্য দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেন অএ সংগঠনের প্রধান উপদেষ্টা, বাইতুল কুবা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, মাওলানা সাদেক হোসাইন। তাঁরই কণ্ঠে সবাই নতুন নেতৃত্বের শপথ গ্রহণ করেন।
এসময় নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সবাই বলে আমাদের জন্য সবাই দোয়া করিবেন আমাদের উপর যে উর্পিত দায়িত্ব দেওয়া হলো তা যেনো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমরা সমাজের, অসহায়দের, হত দরিদ্রের জন্য সেবা করতে পারি।