বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে ছদ্মবেশে নাশকতা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমান গ্রেপ্তার অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব দিল্লিতে খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক; ঢাকায় সফরের আমন্ত্রণ ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা সাভারে ০১ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার। ভারতের জালে প্রথমার্ধে বাংলাদেশের গোল হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে এক দিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১k Time View  
  •                                      
                                   
                               

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৬৬ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৫৪ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৮৮ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন।

এ সময়ে ৯৭৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ হাজার ৫৭০ জনে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮৭ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে মোট ৩৪৯ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন প্রায় সারা বছরই দেখা যায় এবং বৃষ্টি শুরু হলে এর প্রকোপ আরও বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সর্বত্র প্রচারণা চালানো এবং সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, শুধু জেল-জরিমানা বা জনসচেতনতা বাড়িয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সঠিক জরিপ, দক্ষ জনবল এবং কার্যকর ব্যবস্থাপনার প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102