শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে সোনার দামে নতুন করে পতন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে: আইন উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনে উলামায়ে কেরামের পরস্পরে প্রতিদ্বন্দ্বিতা কাম্য নয় সশস্ত্র বাহিনী জাতির গৌরবময় একটি প্রতিষ্ঠান: তারেক রহমান অভ্যন্তরীণ ইস্যুতে কারও হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল সাভারে ছদ্মবেশে নাশকতা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমান গ্রেপ্তার অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব দিল্লিতে খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক; ঢাকায় সফরের আমন্ত্রণ ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

অভ্যন্তরীণ ইস্যুতে কারও হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩k Time View  
  •                                      
                                   
                               

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়। একইসঙ্গে তিনি যে কোনো ধরনের সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ-এ তিনি এ মন্তব্য করেন।

এর আগে, বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি অজিত দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

গত বছরের আগস্টে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি উপদেষ্টাদের মধ্যে দ্বিতীয় দিল্লি সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেছিলেন।

ড. খলিলুর রহমান এমন এক সময়ে দিল্লিতে অবস্থান করছেন, যখন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। ফলে তার সফরে হাসিনার বিষয়টি আলোচনা হয়েছে কি না—এ নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102