
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগ মুক্তি কামনায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে ০৬ নং ওয়ার্ড বিএনপির ধামসোনা ইউনিয়ন,আশুলিয়া, ঢাকা এর উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ঢাকা ১৯ (সাভার আশুলিয়া) এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোর্শেদ মোল্লা ৬ নং ওয়ার্ড বিএনপি ধামসোনা ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় দোয়া মাহফিলে আশুলিয়া থানা যুবদলের নেতা মোঃ জহিরুল ইসলাম জহিরের নেতৃত্ব প্রায় হাজারের মতো নেতা কর্মী নিয়ে বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান সেই সাথে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জন্য ধানের শীষে ভোট চান।
এ সময় প্রধান অতিথি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা কামনায় আজ পুরো জাতির কাছে দোয়া পার্থনা করছি। সেই সাথে সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাই সকলের দোয়া চাই।