মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আরও বাড়ল স্বর্ণের দাম একদাম ১৮৫০, দামাদামি করলে ২ হাজার! টঙ্গীবাড়িতে সিলিন্ডার গ্যাস বিক্রেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোঃ সিরাজুল ইসলাম সরকার যুগ্ম আহবায়ক নির্বাচিত ‎চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২১ কেজি গাঁজা জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে করিমগঞ্জে ২ কেজি গাঁজা জব্দ,আটক ১ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বেড়ায় দোয়া মাহফিল সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে কারখানায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের

আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬k Time View  
  •                                      
                                   
                               

বাংলাদেশের জনপ্রিয় তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আইপিএলের সব ধরনের খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে আয়োজিত আসন্ন আইপিএল ক্রিকেট আসরে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কোনো স্পষ্ট ও গ্রহণযোগ্য কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে, যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এ ধরনের সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে এভাবে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি কেবল খেলাধুলার পরিসরের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও সমর্থকদের অনুভূতিতে আঘাত করেছে বলেও বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়।

এই প্রেক্ষাপটে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা এবং আইপিএল সংশ্লিষ্ট যেকোনো অনুষ্ঠান বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে প্রচার বা সম্প্রচার না করার জন্য সংশ্লিষ্ট চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের লিখিতভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102