মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
আজ রোববার দুপুরে যুগান্তর ও যমুনা টেলিভিশন উদ্যোগে সাভার প্রেস ক্লাবে এই শোক সভায় বক্তারা বলেন, যমুনা গ্রুপের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশপ্রেমিক সাহসী শিল্পোদ্যোক্তা ছিলেন। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি হয়েও তিনি সাদামাটা জীবনযাপন করতেন।
তিনি শুধু ব্যক্তি জীবনে সফল সংগ্রামী শুধু নয়, জাতির দুর্দিনে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ও ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীনের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে শিল্প বিল্পবের ও অন্যতম ভুমিকা নেন তিনি।
প্রতিষ্ঠা করেন চল্লিশের ও বেশি শিল্প প্রতিষ্ঠান। যেখানে কর্মসংস্থান হয়েছে লাখো মানুষের। শুধু তাই নয়, আপোষহীনতার সাথে সত্যের পথে অবিচল রেখে দৈনিক যুগান্তর ও যমুনা টিভিকেও দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে পরিণত করেছেন।
দৈনিক যুগান্তরের ঢাকা জেলা উত্তর প্রতিবেদক সাংবাদিক জাভেদ মোস্তাফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজজুল হুদা , এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক ইনকিলাব পত্রিকায় সাংবাদিক সেলিম আহমেদ, গ্লোবাল টিভির সাংবাদিক তোফায়েল হোসেন সানি, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আহসানুল, সাংবাদিক সঞ্জীব সাহা, একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি সাহেদ জুয়েল,কালের কন্ঠের সাংবাদিক মোঃ ওমর ফারুক মসজিদের ইমাম ইসমাইল হোসেন সাভারী আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ওমর ফারুক, আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গগন।
তিনি স্বপ্ন দেখতেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তিনি গোটা দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন আরো অনেক দূর। তাঁর প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান সমূহ অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর দেশের বাইরে পণ্য রপ্তানি করছে। তিনি তাঁর কর্মযজ্ঞের মধ্যেই তিনি বেঁচে থাকবেন।