মোঃ সিরাজুল ইসলাম সরকার , স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০২/০৮/২৫ খ্রি. তারিখ রাত ৩.৩০ ঘটিকায় গাজীপুর জেলা, কালিয়াকৈর থানাধীন কোনাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত গরু চোর দলের সদস্য ১। মোঃ বাবু মোল্লা (৩৩), পিতা-মোঃ আওয়াল মোল্লা, মাতা-সুন্দরী খাতুন, সাং-টলট, করমজা, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা, এ/পি সাং-কোনাবাড়ি জুহুরুল এর বাড়ির ভাড়াটিয়া, থানা-কালিয়াকৈর, জেলা-গাজিপুর, ০২। মোঃ আল আমিন শেখ (৪৩), পিতা-কাদের শেখ, মাতা-আমেনা খাতুন, সাং-দেওয়ান টারুটিয়া, থানা-শাহজাদপুর, সিরাজগঞ্জ, এ/পি সাং-মৌচাক বালুর মাঠ ছবার বাড়ির ভাড়াটিয়া, থানা-কালিয়াকৈর, জেলা-গাজিপুরদ্বয়কে গ্রেফতার করেন। ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের সহযোগী চোর দলের সদস্যরা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায় অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় ডিবি (উত্তর) ঢাকা জেলার উক্ত চৌকষ টিম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ০২/০৮/২০২৫ খ্রি. তারিখ দুপুর ১৪.৫০ ঘটিকায় চোর দলের সদস্য ০৩। ফজলুল হক (৪৮), পিতা-আমজাদ মোল্লা, মাতা-সুরিয়া খাতুন, সাং-টারুটিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ০৪। শফিকুল সরদার (৩৮), পিতা-গফুর সরদার, মাতা-ফুলমতি, সাং-মার্জান, গালা, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জদের গ্রেফতার করেন এবং ০৭ টি চোরাইকৃত গরু উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত চোররা দেশের বিভিন্ন এলাকায় গরু চুরিসহ বিভিন্ন অপকর্ম সাথে জড়িত। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা গাজীপুর জেলার নিকট ধৃত আসামীদের এবং উদ্ধারকৃত ০৭ টি গরু হস্তান্তর করা হয়েছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।