
আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার রাতে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় এই কার্যালয়টির উদ্বোধন করা হয়। এসময় কার্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান সালাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসাইন মিয়া এর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, থাকা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আবু হানিফ রানা সহ আরও অনেকে।