বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়া থেকে মরদেহ পৌঁছে দিলো গ্রামে, মানবিক সহায়তায় লাব্বাইক সেচ্ছাসেবক সংগঠন। “কেউ কারো নয়” সাইকেলে সবজির ফেরিওয়ালা এখন চমৎকার এক গাড়ির মালিক। বায়েজিদ বোস্তামী থানার অভিযানে অপহরন হওয়ার ১২ ঘন্টার মধ্যে মুক্তিপণের দাবীতে অপহৃত ০৪ বছরের শিশু উদ্ধার এবং ০৪ জন অপহরনকারী গ্রেফতার মানবাধিকার নয়, এটি জাতি ধ্বংসের কমিশন -খেলাফত যুব মজলিস বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিদেশী মেডিকেল টিমকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০১ জন। আশুলিয়ায় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আশুলিয়ায় বৃষ্টির পানিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ডুবে আছে, রিকশা ভাড়ায় চরম ভোগান্তি। নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন

মানিকগঞ্জ দাড়ি ধরে টানাটানির ঘটনায় অভিযুক্ত নাঈম ভুঁইয়া আশুলিয়া থেকে গ্রেপ্তার।

Coder Boss
                                             
  •   Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৫k Time View  
  •                                      
                                   
                               

 

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ জেলা:

মানিকগঞ্জের ঘিওরে ১জন ধর্মপ্রাণ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় আলোচিত আসামি নাঈম ভূইয়াকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সূত্র জানায়, অভিযুক্ত নাঈম একটি দোকানে গিয়ে টাকা ছাড়াই কাজ করানোর চেষ্টা করেন। দোকানের মালিক, যিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং সুন্নাহ মতে দাড়ি রেখে থাকেন, বিনামূল্যে কাজ করতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে নাঈম। পরে সে ওই ব্যবসায়ীকে মারধর করে এবং প্রকাশ্যে দাড়ি ধরে টানাটানি করে অপমানজনক আচরণ করে।

পুরো ঘটনাটি দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং একজন সম্মানিত নাগরিককে প্রকাশ্যে লাঞ্ছিত করার প্রতিবাদে সামাজিকমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

ডিবি পুলিশ জানায়, ঘটনার পর থেকেই নাঈম আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘিওরের স্থানীয় জনগণ ও ইসলামপ্রিয় জনসাধারণ দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় চেহারা বা পরিচয়ের কারণে অপমানের সাহস না পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102