বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে ছদ্মবেশে নাশকতা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমান গ্রেপ্তার অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব দিল্লিতে খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক; ঢাকায় সফরের আমন্ত্রণ ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা সাভারে ০১ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার। ভারতের জালে প্রথমার্ধে বাংলাদেশের গোল হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে এক দিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭k Time View  
  •                                      
                                   
                               

অবৈধ আমদানিকারকদের একটি চক্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জনগণকে এসব ভিত্তিহীন অভিযোগে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্পষ্টভাবে বলেন— দেশে কারও ব্যবহৃত কোনো মোবাইল ফোন বন্ধ হবে না।তিনি আরও জানান, বিদেশ থেকে আনা মোবাইল সেটও সচল থাকবে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেন।

সম্প্রতি বিটিআরসি অবৈধ মোবাইল আমদানি, চোরাচালান, চুরি ও শুল্ক ফাঁকি রোধে এনইআইআর চালুর ঘোষণা দিয়েছে। বহুদিন ধরে দেশে বৈধভাবে ফোন উৎপাদনকারী বিনিয়োগকারীরা এ উদ্যোগ দাবি করে আসছিলেন। বর্তমানে অ্যাপল ছাড়া প্রায় সব আন্তর্জাতিক ব্র্যান্ডেরই বাংলাদেশে নিজস্ব কারখানা রয়েছে।এনইআইআর ঘোষণার পরপরই অবৈধ আমদানিকারক ও স্মাগলার সিন্ডিকেট বিভিন্ন মার্কেটে বাহিরের লোক দিয়ে বিক্ষোভ, দেশীয় ব্র্যান্ডের শোরুমে হামলা এবং কর্মীদের হুমকি দেওয়ার মতো তৎপরতা চালায়। পাশাপাশি এনইআইআর নিয়ে নানা ধরনের অপপ্রচারও ছড়ানো হচ্ছে।

এ প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বর্তমানে যে মোবাইল ফোন ব্যবহার করছেন— তা বৈধভাবে কেনা হোক, অবৈধভাবে কেনা হোক বা বিদেশ থেকে আনা হোক— কোনো সেটই বন্ধ হবে না। চলমান ফোন বন্ধ হয়ে যাবে— এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন।”তিনি আরও বলেন, “১৬ ডিসেম্বরের পর থেকে অবৈধভাবে দেশে চোরাপথে আনা নতুন হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে কাজ করবে না।

তবে সাধারণ ব্যবহারকারীদের কোনো ফোন বন্ধ হবে না।”এ ছাড়া নিজের ফোনটি বৈধ না অবৈধ— তা শোরুম থেকে একটি এসএমএসের মাধ্যমে যাচাই করা যাবে বলে তিনি জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিদেশ ভ্রমণে যে কেউ নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত হ্যান্ডসেট সঙ্গে আনতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102