মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) ‘রোড সেফটি পোস্টার ও স্লোগান কনটেস্ট -২০২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশুলিয়ায় মাদ্রাসার এসেট ম্যানেজার জাকির হোসেনের উপর অতর্কিত হামলার ঘটনায় সংবাদ সম্মেলন স্কাউটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনায় এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার আশুলিয়ায় চাঁদাবাজী বন্ধের দাবীতে কাফনের কাপড় পড়ে সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকদের মানববন্ধন ২৬ টি মোবাইল, ০৩ টি ফেইক ও ০১ টি হ্যাকড্ হওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার করলো পিরোজপুর জেলা পুলিশ ৫,০০০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেবির শুভ উদ্বোধন ঘোষণা উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন; নগদ অর্থ ও গাড়িসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপি ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্য গ্রেফতার ৯৫ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

পল্টনে চুরি হওয়া মোটরসাইকেল ফেনী থেকে উদ্ধার; ডিবি কর্তৃক আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

Coder Boss
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৭০k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্টন এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ফেনী থেকে উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। হানিফ মোল্লা (৩০) ২। শরীফুল ইসলাম (৩০) ৩। মেহেদী হাসান (২৮) ও ৪। শারাফত উল্লাহ ওরফে পিয়াস (২৮)। ডিবির ধারাবাহিক অভিযানে বিভিন্ন স্থান হতে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৫ খ্রি. বিকেলে পল্টনের মিনা বাজার সংলগ্ন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের সামনে ফুটপাত থেকে একটি YAMAHA MT-15 মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, থানা পুলিশের পাশাপাশি মামলাটির তদন্ত শুরু করে ডিবি- মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম। নিবিড় তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ৮ মে ২০২৫ খ্রি. হানিফ মোল্লা ও শরীফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে ১২ মে ২০২৫ খ্রি. মাদারীপুর জেলার রাজৈর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ১৯ মে ২০২৫ খ্রি. ফেনী জেলার সদর থানাধীন স্বরণ পাহাড়তলী এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং শারাফত উল্লাহ ওরফে পিয়াসকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত হানিফ মোল্লার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকের মোট ১৮টি মামলা রয়েছে। এছাড়া শরীফুল ইসলামের নামে ৭টি এবং মেহেদী হাসানের নামে ৬টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102