ঢাকা বানী ডেস্ক রিপোর্ট:
আজ বুধবার, ১৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, মিলব্যারাক পুলিশ কনভেনশন হল, গেন্ডারিয়া, ঢাকায় আরআরএফ, ঢাকা-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আলি আকবর খান-এর সিআইডি, ঢাকায় বদলি এবং সহকারী পুলিশ সুপার শেখ দেলোয়ার হোসেন-এর অবসর গ্রহণ উপলক্ষে এক হৃদয়গ্রাহী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুল মাবুদ, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), ঢাকা রেঞ্জ, ঢাকা ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), ঢাকা রেঞ্জ, মোঃ হাতেম আলী, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি, ঢাকা রেঞ্জ এবং আরআরএফ, ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
বক্তাগণ বিদায়ী কর্মকর্তাবৃন্দের পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও ব্যক্তিগত সদাচরণের প্রশংসা করেন এবং তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে সম্মানিত ডিআইজি রেজাউল করিম মল্লিক বিদায়ী কর্মকর্তাদের ফুল ও ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করেন।